Wednesday, November 2, 2022

টুইটারে ব্লু টিকের জন্য মাসে গুনতে হবে যত টাকা




 সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে ভেরিফায়েড অ্যাকাউন্ট নির্দেশকারী ব্লু টিকের জন্য ব্যবহারকারীদের কাছ থেকে ৮ মার্কিন ডলার বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮০০ টাকা মাসিক চার্জ নেওয়া হবে বলে জানিয়েছেন ইলন মাস্ক।

সামাজিক যোগাযোগমাধ্যম সাইটটি ৪৪ বিলিয়ন ডলারে অধিগ্রহণের পরে পরিবর্তনের অংশ হিসেবে এমন পদক্ষেপ নেওয়া হচ্ছে। মাস্ক বলেন, স্প্যাম বা স্ক্যামকে পরাস্ত করার জন্য এটি অপরিহার্য।

সাধারণত হাই-প্রোফাইল ব্যবহারকারীদের নামের পাশে ব্লু টিক চিহ্নের সেবাটি বর্তমানে বিনামূল্যে দেওয়া হচ্ছে।

তবে সমালোচকরা বলছেন, নতুন এই পদক্ষেপটি নির্ভরযোগ্য উৎস শনাক্ত করা কঠিন করে তুলতে পারে।

বিশ্বের শীর্ষ ধনী মাস্ক যোগ করেন, অর্থ প্রদানকারী ব্যবহারকারীরা উত্তর প্রাপ্তি, অনুসন্ধান এবং অর্ধেক বিজ্ঞাপন সুবিধায় অগ্রাধিকার পাবেন।

অ্যাকাউন্ট ভেরিফায়েডে ব্লু টিকের পুরোনো পদ্ধতিকে ‘জমিদারি’ প্রথা আখ্যা দিয়ে সমালোচনা করেছেন ধনকুবের মাস্ক। তিনি বলেন, জনগণের কাছে ক্ষমতা! মাসে ৮ ডলারে ব্লু টিক।

টুইটারের ব্লু টিকের জন্য ব্যবহারকারীদের যাচাই করার আগের পদ্ধতিতে একটি ছোট অনলাইন আবেদন ফর্ম পূরণ করতে হতো। এটি সেলিব্রিটি, রাজনীতিবিদ ও সাংবাদিকসহ যাদের ভুয়া অ্যাকাউন্ট খোলার আশঙ্কা ছিল, তাদের জন্য সংরক্ষিত ছিল।

২০০৯ সালে এ পদ্ধতিটি চালু করেছিল টুইটার। কারণ, তখন কোম্পানিটি ভুয়া অ্যাকাউন্ট প্রতিরোধে যথেষ্ট কাজ না করার অভিযোগে একটি মামলার মুখোমুখি হয়েছিল।

কিন্তু মাস্ক ভারী চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন। কারণ, তিনি বছরের পর বছর ধরে লাভ করতে না পারা টুইটারের ব্যবসার পদ্ধতি পরিবর্তনের জন্য কাজ করছেন।

মাস্ক বলেন, তিনি বিজ্ঞাপনের ওপর টুইটারের নির্ভরতা কমাতে চান। তবে তার নেতৃত্বে থাকা সাইটটিতে বিজ্ঞাপন দেওয়ার বিষয়ে উদ্বিগ্ন কিছু কোম্পানি।

মাস্কের বৈদ্যুতিক গাড়ি কোম্পানি টেসলার প্রতিদ্বন্দ্বী জেনারেল মোটরস গত সপ্তাহে জানায়, তারা টুইটারে বিজ্ঞাপন দেওয়া স্থগিত করছে।

একটি শীর্ষস্থানীয় বিজ্ঞাপনী সংস্থার মিডিয়া কর্মকর্তা বিবিসিকে বলেন, ইতোমধ্যে আরও কিছু প্রধান ব্র্যান্ড প্ল্যাটফর্মটিতে বিজ্ঞাপন দেওয়া সাময়িকভাবে বন্ধ রেখেছে। কারণ, তারা মাস্কের আনা পরিবর্তনগুলো কীভাবে কার্যকর হয়, তা দেখার জন্য অপেক্ষা করছেন।

সোমবার বিশ্বের অন্যতম বৃহত্তম বিজ্ঞাপন সংস্থা আইপিজি সামাজিক মাধ্যমটিতে ‘বিশ্বাস ও নিরাপত্তা’ নিশ্চিত করার জন্য টুইটারের পরিকল্পনার বিষয়ে আরও স্পষ্টতার প্রয়োজন বলে উল্লেখ করেছে। নিজেদের গ্রাহকদের টুইটারে দেওয়া বিজ্ঞাপনগুলো এক সপ্তাহের জন্য স্থগিত রাখার পরামর্শ দিয়েছে সংস্থাটি।

এর আগে, ব্লু টিক সুবিধার জন্য মাসে ২০ ডলার চার্জ হতে পারে বলে শোনা গিয়েছিল। অনেকেই এমন সিদ্ধান্তের সমালোচনা করেছেন। তাদের মধ্যে একজন হলেন লেখক স্টিফেন কিং। তিনি বলেন, টুইটারের আমাকে অর্থ প্রদান করা উচিত। জবাবে মাস্ক লেখেন, আমাদের কোনো না কোনোভাবে বিল পরিশোধ করতে হবে!


শেয়ার করুন

Author:

Even at free targets, not just soft, flattering propaganda. It's important to be a member, from Lacinia. For massage or for shooting, the soul needs a salad, a sauce.

0 coment rios: