Showing posts with label বিনোদন. Show all posts
Showing posts with label বিনোদন. Show all posts

Wednesday, November 2, 2022

শাহরুখের জন্মদিনে যশরাজের বিশেষ উপহার

শাহরুখের জন্মদিনে যশরাজের বিশেষ উপহার

 



১৯৯৫ সালের দিপাবলীতে মুক্তি পেলেও ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’র উজ্জ্বল উপস্থিতি আজও সমান। ২৭ বছর পেরিয়েও রাজ-সিমরনের (ছবির চরত্রি) প্রেমকে টেক্কা দেবে, বলিউডে এমন প্রেমের গল্প নেই।

প্রেমের গান মানেই সেই ‘তুঝে দেখা তো ইয়ে জানা সনম’। শাহরুখ-কাজলের ম্যাজিক, সংগীত পরিচালক জুটি যতীন-ললিতের প্রেমের সুর। সব মিলিয়ে ‘ডিডিএলজে’ মাইলস্টোন। 

বর্তমান প্রজন্মের কাছে সেই ম্যাজিককেই ফিরিয়ে আনতে যশরাজ ব্যানার পর্দায় ফের নিয়ে আসছে ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’। বুধবার (২ নভেম্বর) শাহরুখ খানের জন্মদিন উপলক্ষে ফের মুক্তি পাচ্ছে এই বলিউড ব্লক বাস্টার। ২ নভেম্বর ৫৭-এ পা দিলেন শাহরুখ খান।

যারা বড়পর্দায় এই ছবি মিস করেছেন, তাদের জন্য বলিউড বাদশার জন্মদিনে যশরাজ ফিল্মসের পক্ষ থেকে দারুণ সুযোগ এনে দিচ্ছে পিভিআর ও আইনক্স। 

বেসরকারি খাতের ওপর আস্থা রাখার আহ্বান এফবিসিসিআই সভাপতির

বেসরকারি খাতের ওপর আস্থা রাখার আহ্বান এফবিসিসিআই সভাপতির

 



বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপট ও দেশের রিজার্ভ ও বাজেট সীমাবদ্ধতার চ্যালেঞ্জ মোকাবিলায় সরকারি-বেসরকারি অংশীদারীত্বে (পিপিপি) প্রকল্প গ্রহণ ছাড়া কোনো উপায় নেই। তাই পিপিপির উন্নয়নে প্রয়োজনে আইনে পরিবর্তন আনা হবে। 

শনিবার (২৯ অক্টোবর) এফবিসিসিসিআই আয়োজিত ‘ভিশন-২০৪১ অর্জনে পিপিপি’র ভূমিকা’ শীর্ষক সেমিনারে এসব মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। 

প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা বলেন, ‘বর্তমান আইনে পিপিপির প্রক্রিয়া দ্রুত করা সম্ভব কীনা, তা যাচাই করে দেখতে হবে। যদি দরকার হয়, আইনে পরিবর্তন আনতে হবে। কিন্তু এই পথেই যেতেই হবে।’ 

বিদ্যুৎ খাতে পিপিপি সফল হয়েছে মন্তব্য করে সালমান এফ রহমান বলেন, ২০০৯ সাল আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর বিদ্যুৎ উৎপাদন ছিলো মাত্র ৪৫০০ মেগাওয়াট। কিন্তু আইন পরিবর্তন করে বিদ্যুৎ উৎপাদনে বেসরকারি খাতকে সম্পৃক্ত করা হয়েছে। বর্তমানে বেসরকারি খাতের মোট ৫৪ শতাংশ বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে। বিদ্যুৎখাতের সফল পিপিপির কারণেই বর্তমান অর্থনৈতিক অগ্রগতি এসেছে। 

এসময় পিপিপিকে দ্রুত করতে, এর আওতায় দেয়া প্রকল্প প্রস্তাবে অর্থায়ন সক্ষমতার প্রমাণাদি দলিল সংযুক্ত থাকলে সেসব প্রকল্পকে ফাস্ট ট্রাক প্রকল্প হিসেবে চিহ্নিত করা যেতে পারে বলে পরামর্শ দেন উপদেষ্টা। 

বিশেষ অতিথির বক্তব্যে পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেন, ‘পিপিপির উন্নয়ন ছাড়া এসডিজি বাস্তবায়ন সম্ভব হবেনা। কেননা এসডিজি অর্জনের জন্য পিপিপির মাধ্যমে প্রায় ৬ শতাংশ অর্থায়ন করতে হবে। এছাড়াও সরকারের অন্যান্য উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের জন্য সরকারের একার পক্ষে পর্যাপ্ত বিনিয়োগ সম্ভব নয়। দেশে শক্তিশালী বেসরকারিখাত গড়ে উঠেছে। তাদেরকেও পিপিপির মাধ্যমেই উন্নয়ন কর্মকান্ডে সংশ্লিষ্ট করতে হবে।’

 অন্যদিকে আস্থাহীনতাকে পিপিপির উন্নয়নের ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা বলে মনে করেন বিশেষ অতিথি পিপিপি কর্তৃপক্ষের সিইও মোহাম্মদ ইব্রাহীম। সরকারের প্রতি বেসরকারি খাতকে অংশীদার হিসেবে দেখার মনোভাব তৈরি করার আহ্বান জানান তিনি। 

এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন বলেন, ‘২০৩১ ও ২০৪১ সাল নাগাদ বাংলাদেশের উন্নয়ন লক্ষ্যগুলো অর্জন করতে হলে অবকাঠামো খাতে ব্যাপক পরিবর্তন করতে হবে। উৎপাদনের গতি আনতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গতি দ্বিগুণ করা ও চট্টগ্রাম বন্দরের টেস্টিং সুবিধা বাড়াতে হবে। এসব ক্ষেত্রে সরকারি-বেসরকারি অংশীদারিত্ব কার্যকর ভূমিকা পালন করতে পারে। এছাড়াও সরকারি শিল্প কারখানায় হাজার হাজার একর অব্যবহৃত জমি শিল্প স্থাপন ও সরকারি কারখানার আধুনিকায়নে পিপিপি মডেল ব্যবহারের পরামর্শ দেন সভাপতি।’ 

তিনি বলেন, ‘দেশের অনেক শিল্প প্রতিষ্ঠানের আর্থিক সক্ষমতা তৈরি হয়েছে। তাদেরকে সরকারের প্রকল্প অংশীদার করলে অর্থায়ন সহজ হবে। সরকারের চাপ কমবে।’ 

চিত্রনাট্য চুরি করেছে বলিউড?

চিত্রনাট্য চুরি করেছে বলিউড?


‘মিস্টার মাম্মি’ দিয়ে দীর্ঘদিন পর বড় পর্দায় আবার দেখা যাবে তারকা দম্পতি রিতেশ দেশমুখ ও জেনেলিয়া ডি’সুজাকে
ছবি : সংগৃহীত

দীর্ঘদিন পর বড় পর্দায় আবার দেখা যাবে জনপ্রিয় তারকা দম্পতি রিতেশ দেশমুখ ও জেনেলিয়া ডি’সুজা জুটিকে। তাঁরা অভিনয় করছেন টি সিরিজ প্রযোজিত কমেডি ঘরানার ছবি ‘মিস্টার মাম্মি’তে। সম্প্রতি প্রকাশ পেয়েছে শাদ আলী পরিচালিত ছবিটির ট্রেলার। ট্রেলার মুক্তি পেতেই ছবির বিরুদ্ধে চিত্রনাট্য চুরির অভিযোগ আনল টালিউডের পরিচালক ও প্রযোজক আকাশ চট্টোপাধ্যায়। তাঁর দাবি, এ ছবির কাহিনি সম্পূর্ণ তাঁর তৈরি।

ছবির গল্পে প্রকৃতির নিয়ম ভেঙে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে রিতেশ। আকাশের দাবি, ১৯৯৪ সালের হলিউডের আর্নল্ড শোয়ার্জিনেগার অভিনীত ছবি ‘জুনিয়র’। এই ছবিতে আর্নল্ডের চরিত্রটি অন্তঃসত্ত্বা হয়ে যায়। সেই ছবি থেকে অনুপ্রাণিত হয়ে এই ভাবনার ওপরে একটি চিত্রনাট‍্য লেখেন তিনি। এবং ২০১৯ সালেই সেই লেখা টি সিরিজকে পাঠিয়েছিলেন আকাশ।


    ‘মিস্টার মাম্মি’র পোস্টার
ছবি : সংগৃহীত

বলিউড প্রযোজনা সংস্থাটির এই গল্পটা পছন্দ হয়। এবং তাঁরা ছবির নাম রাখেন ‘ভিকি পেট সে’। তখন ছবির নায়ক হিসেবে ভাবা হয়েছিল আয়ুষ্মান খুরানাকে। কিন্তু এরপর সংস্থার পক্ষ থেকে তাঁর সঙ্গে আর যোগাযোগ করা হয়নি। কিছুদিন আগে ‘টি সিরিজ’ নতুন একটি ছবি তৈরির ঘোষণা দেয়, যার নাম ‘মিস্টার মাম্মি’। নাম শুনেই আকাশ ধারণা করেন তাঁর কনসেপ্ট ধরেই ছবিটি নির্মিত হচ্ছে। এখন ট্রেলার প্রকাশ হওয়ার পর তিনি নিশ্চিত হন এটি তাঁর কনসেপ্টই।

জেনেলিয়া ডি সুজা ও রিতেশ দেশমুখ 
ছবি : সংগৃহীত

আকাশের লেখা চিত্রনাট্যটি রাইটার্স অ্যাসোসিয়েশনে জমা দেওয়া আছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এই পুরো বিষয়টা তুলে ধরেন তিনি। তিনি বলেন, ‘আমি এর জন্য টি সিরিজের কাছ থেকে কোনো টাকা চাই না। আমি শুধু চাই তারা ছবিতে আমাকে আমার ক্রেডিট দিক।’ তিনি আরও জানান, আইনজীবীর সঙ্গে তিনি আলোচনা করে রেখেছেন। বিষয়টি এখন সম্পূর্ণ নিশ্চিত। এরপরও যদি তাঁকে তাঁর প্রাপ্য ক্রেডিট না দেওয়া হয়, তাহলে দ্রুতই প্রযোজনা সংস্থাকে আইনি নোটিশ পাঠাবেন তিনি।