ক্ষমতাসীন দল ২৪ ডিসেম্বরের মধ্যে ৩০টি জেলা ও মহানগর কমিটির সম্মেলন করবে। যার মধ্য দিয়ে কর্মীদের সক্রিয় রাখবে।
বিএনপির বিষয়ে নতুন কৌশল পরবর্তী কর্মসূচি দেখে।
ডিসেম্বরের মধ্যে দল ও প্রশাসন গোছাতে চায় আওয়ামী লীগ।
তারপর নির্বাচনী প্রস্তুতি ও বিরোধীদের বিষয়ে মনোযোগ বাড়াবে।
বিএনপির আগামী দিনের কর্মসূচি ঘিরে রাজপথে সক্রিয় থাকবে ক্ষমতাসীন আওয়ামী লীগও। ফলে পাল্টাপাল্টি সমাবেশ ও কর্মসূচি সামনের দিনগুলোতে আরও বাড়বে। গত শনিবার রংপুরে বিএনপির বিভাগীয় গণসমাবেশের দিন আওয়ামী লীগ ঢাকা জেলা কমিটির সম্মেলনের মধ্য দিয়ে কার্যত এ পাল্টাপাল্টি শুরু হয়ে গেছে। আগামী ২৪ ডিসেম্বরের মধ্যে আরও ৩০টির মতো জেলা ও মহানগর কমিটির সম্মেলন করার কথা আওয়ামী লীগের। যার মধ্য দিয়ে কর্মীদের মাঠে সক্রিয় রাখবে দলটি।
৫ নভেম্বর বরিশালে বিএনপির গণসমাবেশ। একই দিন কুমিল্লায় মহানগর আওয়ামী লীগের সম্মেলন করবে আওয়ামী লীগ। এতে দলের সাধারণ সম্পাদকসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকতে পারেন। এরপর ২৬ নভেম্বর কুমিল্লায় বিএনপির গণসমাবেশের কর্মসূচি আছে, ওই দিন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সম্মেলন।
দলীয় সূত্র জানায়, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সম্মেলনের তারিখ বিএনপির কর্মসূচি ঘোষণার আগেই ঘোষণা করা হয়েছিল। তবে কুমিল্লা মহানগরের সম্মেলন সম্প্রতি ঠিক হয়েছে।
0 coment rios: