প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিকল্পনা মোতাবেক ব্যাপক উন্নয়নে গত কয়েক বছরের ব্যবধানে রূপকথার মতো সম্পূর্ণ রূপে বদলে গেছে বৃহত্তর বরিশাল বিভাগের ঝালকাঠী জেলার কাঠালিয়া উপজেলার দৃশ্যপট।
সরেজমিন ঘুরে দেখা গেছে, বর্তমান আওয়ামী লীগ সরকারের আমলে ওই উপজেলার একসময়ের অসংখ্য অবহেলিত গ্রামীণ রাস্তাগুলো এখন কাপেটিং সড়কে রূপান্তরিত হয়েছে, কাঠালিয়া থেকে বেতাগী পয়েন্টে ফেরি স্থাপন করা হয়েছে, উপজেলা শহরের লঞ্চঘাটে স্থাপন করা হয়েছে আধুনিক ও প্রসস্থ পল্টুন, উপজেলার প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন ও বিশেষ বরাদ্দ, শারীরিক অক্ষম এবং প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ, দুঃস্থদের আর্থিক সহায়তা, মাধ্যমিক বিদ্যালয়গুলোতে শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন ও ডিজিটাল ক্লাশরুমের ব্যবস্থা, কাঠালিয়ার ৬২টি, রাজাপুরের ৫৬টি, ঝালকাঠির ৫৯টি ও নলছিটি উপজেলার ৫১টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বাউন্ডারি ওয়াল নির্মাণ, কাঠালিয়ার বিভিন্ন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভবন নির্মাণ, উপজেলার বিষখালী নদী তীরের আওরাবুনিয়া লঞ্চঘাট থেকে সাড়ে তিনশ’ মিটার জিওব্যাগ ফেলে ভাঙনরোধ, শৌলজালিয়ার সোনারবাংলা বাজার রক্ষার্থে ১০০ মিটার, কচুয়া হাইস্কুল ও প্রাইমারি স্কুলের মাঠ রক্ষার্থে ২২৫ মিটার বাঁধের কাজ করে নদী ভাঙণের হাত থেকে রক্ষা করা হয়েছে।
এছাড়াও উপজেলার ২২টি শিক্ষা প্রতিষ্ঠান ও ক্রীড়া ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।
এলাকাবাসী জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন গ্রামকে শহরে পরিণত করতে জনপ্রতিনিধি না হয়েও কাঠালিয়া উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের কচুয়া গ্রামের কৃতিসন্তান ও তরুন সমাজসেবক আতিকুর রহমান রুবেলের নিরলস প্রচেষ্টায় উল্লেখিত উন্নয়নমূলক কাজগুলো সম্পন্ন করা হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর সহকারী একান্ত সচিব হিসেবে নিযুক্ত থাকা আতিকুর রহমান রুবেল বলেন, প্রধানমন্ত্রী চেয়েছেন অবহেলিত গ্রামগুলোতে ব্যাপক উন্নয়ন ঘটাতে। তাই প্রধানমন্ত্রীর সেই স্বপ্ন এখন বাস্তবে রূপ পেয়েছে একসময়ের অবহেলিত কাঠালিয়া উপজেলায়।
0 coment rios: