পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা কৃষি কর্মকর্তা ও সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় সভা করেছেন সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি স্থানীয় সংসদ সদস্য ডা. মো. রুস্তুম আলী ফরাজী।
বুধবার সকালে কৃষি অফিস অডিটরিয়ামে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ আলোচনা সভার আয়োজন করেন।
এসময় উপজেলা কৃষি কর্মকর্তা মো. মনিরুজ্জামান এর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. সফিকুল ইসলাম, মঠবাড়িয়া থানার ওসি অপারেশন আব্দুর হালিম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাহফুজুর রহমান, সহকারি কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জাকির হোসেন, কৃষি উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মহসীন উদ্দিন, ডা. রুস্তুম আলী ফরাজী অনার্স কলেজের প্রভাষক মোতালেব হোসেন, মো. ফারুক হোসেন, উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক মো. ফজলুল হক, সংসদ সদস্যের জন সংযোগ কর্মকর্তা আলী রেজা রঞ্জু প্রমুখ।
সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি স্থানীয় সংসদ সদস্য ডা. মো. রুস্তুম আলী ফরাজী বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর গতিশীল নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। কৃষকরা দেশের খাদ্য সরবরাহের পাশাপশি অর্থনৈতিক চাকা ঘোরাতে বিশাল ভূমিকা পালন করেন।
সরকার কৃষিখাতে ভর্তুকি দিচ্ছেন। সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় প্রান্তিক কৃষকের মাঝে সত্তুর শতাংশ ভর্তুকি মূল্যে পাওয়ার টিলার ও মাড়াই মেশিনসহ বিভিন্ন কৃষি উপকরণ তুলে দিচ্ছেন। মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন দেশের কোথাও যেন ১ শতাংশ জমি অনাবাদি না থাকে । সেটা বাস্তবায়ন করার জন্য কৃষি কর্মকর্তা ও সংশ্লিষ্ট লোকজনদের সতর্ক থাকার আহবান জানান তিনি।
0 coment rios: